Latest Music :

Blogroll

Jazz Music

More on this category »

Pages

About Me

My photo
I AM INTROVERT NOT EXTROVERT THE CHARACTERISTICS OF INTROVERTS:- *DO NOT WANT TO MIX WITH OTHERS *ARE VERY SHY AND TIMID *ARE VERY SELF CENTERED *FEEL NERVOUSNESS *ARE VERY RESERVEDMINDED
Powered by Blogger.

Translate

Latest Post

রূপ ও সৌন্দর্য সচেতনতা

রূপ ও সৌন্দর্য সচেতনতা

সুস্থ এবং ভালো জীবন যাপনের ভিতর কিন্তু সৌন্দর্যও পড়ে তাই, আজকে বাংলা হেলথ এর সেই সৌন্দর্য বিষয়ে একটি পোষ্ট করছি ।
একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করা যাক । মনে করুন, আপনি একটা গার্লস কলেজের সামনে দারিয়ে আছেন । কলেজ ছুটি হয়েছে । গেট দিয়ে দল বেধে মেয়েরা বেরিয়ে আসছে । সকলের পরনে কলেজের ইউনিফর্ম । মজার ব্যাপার হলো এই ইউনিফর্ম পরা মেয়েদের সকলকেই আপনার মনে হবে একই রকম চেহারা । এদের মধ্যে আলাদাভাবে কাউকে চিনতে চেষ্টা করা বেশ কঠিন ।এর প্রধান কারণ হলো এদের মধ্যে বেশিরভাগ মেয়েই নিয়মিত প্রসাধন ছাড়া কলেজে আসে । কারণ প্রসাধন তো দূরের কথা- অনেক কলেজে লিপস্টিক পর্যন্ত এ্যালাউ করা হয় না । এছাড়া, সারাদিনের ক্লাস করার ক্লান্তির ছাপ কম বেশি সকলের চোখে মুখে প্রস্ফুটিত । ফলে বেশিরভাগ মেয়েকে একইরকম চেহারার মনে হতে পারে ।
কিন্তু আসলে কি তাই ? একটু ভালো করে দেখলে (যদি আপনি পুরুষ হন- তাহলে এই ধরনের চেষ্টা না করাই ভাল) বুঝতে পারবেন এদের মধ্যে এমন কয়েকজন আছে - যাদের চেহারায় ক্লাস করার ক্লান্তি থাকলেও এক ধরনের উজ্জ্বলতা রয়েছে ।যা কিনা অন্য মেয়েদের থেকে সহজেই আলাদা করা যেতে পারে । এইসব মেয়েরাই হলো সৌন্দর্য সচেতন । বাড়তি কিছু সাজগোজ করে কলেজে না এলেও এরা এমন কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে- যার মাধ্যমে অনায়াসেই নিজের চেহারা থেকে ক্লান্তির ছাপটুকু দূর করে একটা কমলীয় ভাব প্রস্ফুটিত হয় । এছাড়া রয়েছে নিজেকে উপস্থাপন করার ভঙ্গি, সুস্থ রোগমুক্ত শরীর । আপনি যতই সুন্দরী হোন না কেন- আপনার যদি নিজের সৌন্দর্যকে উপস্থাপন করার পধতি জানা না থাকে- তাহলে সেই সৌন্দর্য পরিস্ফুটিত হতে পারে না ।
অনেকে আছেন নিজেকে একটু সুন্দর করে সাজাতে পারলেই ভাবেন তিনিসুন্দর হয়ে গেছেন । আসলে সাজগোজ সৌন্দর্য পরিস্ফুটনের একটা অন্যতম হাতিয়ার বা মাধ্যম । তবে ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনা নেই । আপনার হাঁটা, বসা, দাঁড়ানো, কথা বলা, হাসা এসবই হলো সৌন্দর্য পরিস্ফুটনের এক একটি মাধ্যম । সুতরাং এগুলোর সংমিশ্রণে সঠিক সৌন্দর্য প্রকাশ করতে হবে । এর পরে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে জেনিটাল হার্পিসের নতুন চিকিৎসা নিয়ে । আপনারা হয়ত জেনিটাল হার্পিসের ভয়াবহতা সম্পর্কে জানেন, তাই আপনাদের সেই জেনিটাল হার্পিসের জ্ঞান আরো বিস্তৃত করা হবে পরের পোষ্টে ।

Heavy Metal

Vocal Musician

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Bangla Health - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger